জামিল করিম , সিলেট প্রতিনিধিঃ বাংলা ভাষার ইতিহাস ভবিষ্যত প্রজন্মের কাছে তুলে ধরতে তালুকদার পাড়া যুব কল্যাণ সংস্থা মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে। সিলেট সদর উপজেলার ৬নং টুকের বাজার ইউনিয়নের তালুকদার পাড়ায় সংস্থার কার্যালয়ে রবিবার বাদ এশা সভাটি অনুষ্ঠিত হয়।ভারপ্রাপ্ত সভাপতি মাসুম আহমদ পরস’র সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম আরাফাতের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন বিশিষ্ট মুরব্বি জনাব নেসার আহমদ,জনাব লুৎফুর রহমান,তালুকদার পাড়া যুব কল্যাণ সংস্থার প্রাক্তন সাধারণ সম্পাদক ওয়াহিদ উদ্দিন মাছুম তালুকদার, প্রাক্তন সভাপতি সুহাইল তালুকদার, জনাব সানা মিয়া প্রমুখ। এতে অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার সহ-সাধারণ সম্পাদক মালেক আহমদ,সাংগঠনিক সম্পাদক আব্দাল আহমদ,সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ আহমদ,অর্থ সম্পাদক গোলাম কিবরিয়া, সহ-অর্থ সম্পাদক সাজন তালুকদার, প্রচার সম্পাদক দুলাল আহমদ,ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল শহিদ,ক্রিড়া সম্পাদক মাজহারুল ইসলাম,অফিস বিষয়ক সম্পাদক জামিল করিম,মামুন আহমদ,সাইফুর রহমান কিবরিয়া, বিজয় আহমদ,জাকির আহমদ,মুহন আহমদ প্রমুখ। আলোচনা সভায় বক্তাগণ বাংলা ভাষাকে সমুন্নত রাখতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।তারা বলেন রাষ্ট্র ভাষা বাংলাকে প্রতিষ্ঠিত করতে বাংলার দামাল ছেলেরা রক্ত দিয়েছিল। নিজের অধিকারকে প্রাণের বিনিময়ে প্রতিষ্ঠিত করেছিল। আর সেই ভাষার মানহানি কখনোই মেনে নেওয়া যায় না। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলা ভাষা পৃথিবীর বুকে চীর দীপ্ত মান হয়ে থাকবে।