দুধমুখা বাজার ও পূর্বচন্দ্রপুর, অধিক দামে পিঁয়াজ বিক্রি করায় মোবাইল কোর্ট পরিচালনা করেন দাগনভূঞা সহকারী কমিশনার (ভূমি) মাছুমা জান্নাত এ সময় তিনি বিধি দ্বারা নির্ধারিত বাধ্যবাধকতা অমান্য করে মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী; এবং ড্রাইভিং লাইসেন্স ছাড়া ড্রাইভিং লাইসেন্স, হেলমেট ও মাস্ক ছাড়া ছাড়া মোটর সাইকেল চালানোয় সড়ক পরিবহন আইন ২০১৮ ও দন্ডবিধি ১৮৬০ অনুযায়ী সাত (০৭) জন ব্যক্তিকে মোট ৭৭০০/- টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট শেষে দাগনভূঞা সহকারী কমিশনার (ভূমি) মাছুমা জান্নাত বলেন জনস্বার্থে_ও_জনসচেতনতায়_অভিযান_অব্যাহত_থাকবে