প্রতিনিধি:আশফাল আহম্মেদ রাফি:_ অদ্য ২০/০৯/২০২০খ্রিঃ তারিখ ছাগলনাইয়া কলেজ রোড এলাকা হইতে শিশু বাচ্চাটি অপহৃত হয় আসামী রোকসানা আক্তার বিথি, (ডান পাশের ছবি), (২১), স্বামী-শাহজাহান, সাং- উত্তর চাঁদপুর, লেমুয়া ইউপি, থানা-ফেনী সদর, জেলা-ফেনী কর্তৃক শিশু বাচ্চা মোঃ জুনাঈদ হোসেন (৩ মাস) কে ছাগলনাইয়া থানাধীন কলেজ রোড হইতে অপহরণ করিয়া নিয়ে যায়। উল্লেখ যে, আসামীর সহিত ভিকটিমের পরিবারের পূর্ব হইতে পরিচিত ছিল এবং গত ১৮/০৯/২০২০ খ্রিঃ আসামী বাদীনির বাসায় বেড়াতে আসে। আজ সকাল ৯.৩০ ঘটিকার সময় আসামী বাসার ছাদে যাওয়ার কথা বলে শিশু বাচ্চাটিকে নিয়ে বাসা থেকে বাহির হয় এবং বাচ্চাটিকে অপহরণ করে নিয়ে যায়।। কোন সহৃদয়বান ব্যক্তি যদি নিম্নে বর্নিত শিশু বাচ্চাটি এবং বর্ণিত আসামীকে দেখিতে পান তাহকে তাৎক্ষণিক পুলিশ কন্ট্রোল রুম, ফেনী-০৩৩১৭৪৮৩৫ অথবা অফিসার ইনচার্জ, ছাগলনাইয়া থানা, ফেনী-০১৭১৩-৩৭৩৭৮২ কে অবহিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।